উঠন্তি মুলো পত্তনে চেনা যায় প্রবাদটি ব্যবহার করে একটি বাক্য রচনা করো
উঠন্তি মুলো পত্তনে চেনা যায়
এই প্রবাদটির অর্থ হল প্রাথমিক লক্ষণ দেখে ভবিষ্যৎ সম্ভাবনা সম্পর্কে আঁচ পাওয়া যায়। সাধারণত ছোটো শিশুদের সম্পর্কে এই কথা বলা হয়। এ ছাড়া যে কোনো কাজের প্রথমে ভালো ফল পাওয়া গেলে সেখানেও এই প্রবাদ ব্যবহার করা হয়। নিচে উদাহরণের দিয়ে দেখানো হলো।
উদাহরণ
১: ছোট্ট ছেলেটির কাজকর্ম দেখেই বোঝা যাচ্ছে যে বড় হয়ে ছেলেটি একজন বিজ্ঞানী হবে; কারণ উঠন্তি পত্তনেই চেনা যায়।
২: বিরাট কোহলির প্রথম শট দেখেই বোঝা যাচ্ছে আজ সেঞ্চুরি করবে; উঠন্তি মুলো পত্তনে চেনা যায়।
Comments
Post a Comment