বঙ্গভূমির প্রতি কবিতার বিশ্লেষণ
বঙ্গভূমির প্রতি
মাইকেল মধুসূদন দত্ত
“My native Land, Good night!”—Byron. -- কবিতার শুরুতে প্রখ্যাত ইংরেজ কবি লর্ড বায়রনের একটি উদ্ধৃতি দিয়ে মাইকেল মধুসূদন দত্ত তাঁর কবিতা শুরু করেছেন। এই উদ্ধৃতির বাংলা অর্থ হল: "হে আমার স্বদেশ, শুভরাত্রি।"
নিচে 'বঙ্গভূমির প্রতি' কবিতার প্রতিটি চরণ উদ্ধৃত করে লাইন ধরে ধরে ব্যাখ্যা করা হল। আশা করি এতে ছাত্রছাত্রীদের খুবই উপকার হবে। ভালো লাগলে নিচে শেয়ার বাটনে ক্লিক করে লেখাটি শেয়ার করবেন। আরও অন্যান্য বিষয়ের আলোচনার প্রয়োজন থাকলে কমেন্ট করে জানাবেন।
বঙ্গভূমির প্রতি কবিতার ব্যাখ্যা
"রেখো, মা, দাসেরে মনে, এ মিনতি করি পদে।"
কবিতার প্রথম পংক্তিতে কবি বঙ্গভূমিকে 'মা' সম্বোধন করে মায়ের চরণে মিনতি করে বলেছেন, বঙ্গভূমি যেন তাঁর দাস সম পুত্র তথা কবিকে মনে রাখেন।
"সাধিতে মনের সাধ, ঘটে যদি পরমাদ, মধুহীন ক'রো না গো তব মনঃকোকনদে।"
এখানে কবি বলেছেন, মনের সাধ পূরণ করতে গিয়ে কবি যদি কোনো ভুলত্রুটি (পরমাদ = প্রমাদ = ভুল) করে থাকেন, তবুও বঙ্গভূমি যেন তাঁর মন-পদ্মকে মধু-হীন না করেন। এখানে মধু শব্দটি দুটি অর্থে ব্যবহৃত হয়েছে: মধু বা মকরন্দ ও মধুসূদন। কোকনদ কথার অর্থ লাল পদ্ম। বঙ্গভূমির মন কবির কাছে এক পদ্ম ফুলের মতো। পদ্মের মধ্যে যেমন মধু থাকে, বঙ্গভূমির মনের মধ্যে তেমনি মধু-কবিও বাস করার বাসনা প্রকাশ করেছেন।
"প্রবাসে, দৈবের বশে, জীব-তারা যদি খসে এ দেহ-আকাশ হতে,— নাহি খেদ তাহে।"
প্রবাস তথা বিদেশে বসবাস করতে করতে কবির জীবন রূপ তারাটি যদি দেহ রূপ আকাশ থেকে খসে পড়ে, অর্থাৎ কবির যদি আকস্মিক মৃত্যু হয়, তবুও কবির মনে কোনো খেদ বা দুঃখ থাকবে না।
"জন্মিলে মরিতে হবে, অমর কে কোথা কবে, চিরস্থির কবে নীর, হায় রে, জীবন-নদে?"
কবি জানেন জন্মিলেই মরতে হবে। কে, কবে, কোথায় অমর থাকে? জীবন-নদীর জল কবেই বা স্থির থাকে? অর্থাৎ এই পৃথিবীতে কেউই অমর নয়। কবিকেও একদিন মরতেই হবে।
"কিন্তু যদি রাখ মনে, নাহি, মা, ডরি শমনে; মক্ষিকাও গলে না গো, পড়িলে অমৃত-হ্রদে!"
কিন্তু বঙ্গভূমি যদি কবিকে মনে রাখেন, কবি শমন তথা মৃত্যুকে ভয় পান না। অমৃত হ্রদে পড়লে মক্ষিকা তথা মাছিও মরে না। তেমনি ভাবে বঙ্গভূমির অমৃততুল্য মনের মধ্যে কবি যদি স্থান পান, তাহলে কবির মৃত্যু হলেও তিনি অমর হয়ে থাকবেন।
"সেই ধন্য নরকুলে, লোকে যারে নাহি ভুলে, মনের মন্দিরে সদা সেবে সর্ব্বজন —"
মনুষ্যকুলে সেই ধন্য, লোকে যাকে কখনও ভুলে যায় না, সবাই যাকে সর্বদা মনের মন্দিরে সেবা করে।
"কিন্তু কোন্ গুণ আছে, যাচিব যে তব কাছে, হেন অমরতা আমি, কহ, গো, শ্যামা জন্মদে!"
এখানে কবি বঙ্গভূমিকে 'শ্যামা' ও 'জন্মদা' সম্বোধন করে বলেছেন, কিন্তু তাঁর এমন কী গুণ আছে, যে জন্য তিনি এ হেন অমরতা চেয়ে নেবেন? অর্থাৎ কবি বলতে চাইছেন তিনি এমন কোনো গুণের অধিকারী নন, যে গুণের জন্য তিনি জন্মভূমির কাছে অমরতা চাইতে পারেন।
"তবে যদি দয়া কর, ভুল দোষ, গুণ ধর, অমর করিয়া বর দেহ দাসে, সুবরদে!—"
তবে সেই সঙ্গে কবি এও বলেছেন, বঙ্গভূমি যদি কবিকে দয়া করেন, তাঁর দোষগুলি ভুলে কেবল গুণগুলিই ধরেন, তবে সু-বরদা(যিনি ভালো বর দান করেন) বঙ্গভূমি যেন কবিকে অমর করে বর দান করেন।
"ফুটি যেন স্মৃতি-জলে, মানসে, মা, যথা ফলে মধুময় তামরস কি বসন্ত, কি শরদে!"
মানস সরোবরে যেমন কি বসন্ত, কি শরৎ, সব সময়ই মধুময় তামরস (পদ্মফুল) ফুটে থাকে, কবির আকাঙ্ক্ষা, কবিও যেন সেইভাবে বঙ্গভূমির জনমানসের স্মৃতি-জলে চির অম্লান হয়ে প্রস্ফুটিত হয়ে থাকতে পারেন।
খুভ সুন্দর ভাবে বর্ণিত হয়েছে
ReplyDeleteধন্যবাদ
DeleteThanks very helpful for my exams
DeleteNice
Deleteখুবই সাহায্য হল.. কবিতার লাইন গুলি সুন্দর ভাবে বর্ণনা করা,যে পোস্ট করেছে তাকে ধন্যবাদ জানাই 🙂🙏
ReplyDeleteঅনেক শুভেচ্ছা
DeleteVery good work......
ReplyDeleteBongo bhumir prot
DeleteNot only beautiful understanding of the poem but also nice and detailed analysis presented here. Many thanks.
ReplyDeleteMost welcome.
Deleteখুব সুন্দর হয়েছে
DeleteBaje amar mote
DeleteVery bad
DeleteQuestion ar ans ektu besi kore hole khub bhalo hoi
ReplyDeleteKhub bhalo
ReplyDeleteঅনন্য বাংলা সত্যিই অনন্য । বলাই গল্পের প্রশ্ন উত্তর দিলে খুব উপকার হয় ।
ReplyDeleteধন্যবাদ।
ধন্যবাদ। চেষ্টা করবো।
DeleteVERY GOOD WORK
ReplyDeleteVery well said .....it was very helpful before my exam
ReplyDeleteKhub upokritow holam. Dhonnobadd
ReplyDeleteValo.....👏👏
ReplyDeleteএটি একটি খুব সহায়ক নিবন্ধ 😊। এই নিবন্ধটি সত্যিই আমার মেয়ের পরীক্ষার সময় তাকে সঠিকভাবে ব্যাখ্যা করতে আমাকে অনেক সাহায্য করেছে। আপনাদেরকে অনেক ধন্যবাদ
ReplyDeleteVery good work👌👌
ReplyDeleteKhub sundor vabe bislation kora hoeche kobitar sarangsa ti.
ReplyDeleteদারুণ স্যার। কিছু জায়গা অস্পষ্ট ছিল পরিস্কার হয়ে গেল আপনার ব্যাখ্যাতে।
ReplyDeleteচমৎকার বিশ্লেষণ, ধন্যবাদ
ReplyDeleteসুন্দর হয়েছে. অতুলপ্রাসাদ সেনের বাংলা ভাষা কবিতার ব্যাখ্যা দিলে ভালো হয়
ReplyDeleteঅনেক সুন্দর করে ব্যাখ্যা করা হয়েছে। এটার জন্য অনেক উপকার হলো😃
ReplyDeleteKhub sundor bojhano hoachhe.
ReplyDeleteখুব ভালো! অসংখ্য ধন্যবাদ 👍♥️
ReplyDeleteঅসংখ্য ধন্যবাদ।
ReplyDeleteKhub sundor
ReplyDeleteThanks a lot it helped me a lot
ReplyDeletePls also upload the explanation of a bengali poem called কাগজ বিক্রি
ReplyDeleteএত সুন্দর এক্সপ্লাইনেশন দেখে ও পরে মন ভরে গেলো 🤗
ReplyDeleteVery clear♥️👍
ReplyDeleteধন্যবাদ। আপনার লেখা আমার উপকারে এসেছে।
ReplyDeleteকবি কে আমি শ্রদ্ধা জানায়
ReplyDeletethanks .It cleared my concepts.
ReplyDeleteধন্যবাদ।
ReplyDeleteAsome.
ReplyDeleteAsome.
ReplyDeleteখুব সুন্দর উপস্থাপনা ❤️❤️
ReplyDelete