Skip to main content

Posts

Featured

সাইরেন বেজে উঠল কোন ক্রিয়ার উদাহরণ

 সাইরেন বেজে উঠল - কোন ক্রিয়া? প্রথমেই বলে রাখি একটি ক্রিয়াকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে শ্রেণিবিভক্ত করা হয়। যেমন: সমাপিকা-অসমাপিকা, সকর্মক-অকর্মক এবং ক্রিয়ার গঠন অনুসারে যৌগিক, যুক্ত, মৌলিক, নামধাতুজ প্রভৃতি। এই পোস্টে আমরা আলোচনা করবো "সাইরেন বেজে উঠল।" - এই বাক্যের ক্রিয়াটি কোন ধরনের ক্রিয়া? নিচে এর উত্তর ব্যাখ্যা সহ আলোচনা করলাম। প্রথমত: এটি একটি সমাপিকা ক্রিয়া, কারণ বাক্যটি এই ক্রিয়ার দ্বারা সমাপ্ত হচ্ছে, বা বলা যায় বাক্যের ভাব সম্পূর্ণ হচ্ছে। দ্বিতীয়ত এটি একটি অকর্মক ক্রিয়া। সাইরেন এখানে কর্তা রূপে কাজ করছে। কোনো কর্ম এখানে প্রযুক্ত হতে পারবে না।  তৃতীয়ত গঠন অনুসারে এটি একটি যৌগিক ক্রিয়া, কারণ: এটি দুটি অংশ নিয়ে গঠিত: 'বেজে' ও 'উঠল' এবং দুটি মিলে একটিই কাজ বোঝাচ্ছে। তাছাড়া যৌগিক ক্রিয়ার নিয়ম অনুযায়ী প্রথম অংশটির (অসমাপিকা অংশ) অর্থ‌ই প্রাধান্য পাচ্ছে।  এই ভাবে ব্যাকরণের বিভিন্ন বিষয়ের নির্ভুল ব্যাখ্যা জানার জন্য আমার ইউটিউব চ্যানেল দুটি সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করার জন্য ইউটিউবে সার্চ করুন Ananya Pathak এবং Ananya Sir Shorts .

Latest posts

খেয়া কবিতার মূল ভাব

আবার আসিব ফিরে কবিতার ব্যাখ্যা

যৌগিক বাক্য - উদাহরণ

নির্দেশক বাক্য: উদাহরণের মাধ্যমে

সমাস প্রশ্ন উত্তর

যুগান্তর ব্যাসবাক্য সহ সমাস নির্ণয়

কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি প্রশ্ন ও উত্তর

বাড়ি থেকে নদী দেখা যায় বাড়ি কোন কারক

টাকায় সব হয় কারক | টাকায় কী না হয় কারক

কান্নায় শোক মন্দীভূত হয় কোন কারক