যৌগিক বাক্য - উদাহরণ

 যৌগিক বাক্যের উদাহরণ বিশ্লেষণ

ব্যাকরণের যে কোন‌ও বিষয়কে ভালো ভাবে বোঝার জন্য বেশ কিছু উদাহরণ দেখে নিতে হয়। এই আলোচনায় আমরা যৌগিক বাক্যের বেশ কিছু উদাহরণের মাধ্যমে যৌগিক বাক্যের ধারণাটি পরিষ্কার করে নেবো। তার আগে জেনে নিই যৌগিক বাক্য কাকে বলে। একাধিক স্বাধীন সরল বাক্য মিলিত হয়ে একটি বাক্য গঠিত হলে তাকে যৌগিক বাক্য বলে। 
   নিচে যৌগিক বাক্যের বেশ কিছু উদাহরণ দেওয়া হলো।



যৌগিক বাক্যের উদাহরণ

১: আমি যাবো, কিন্তু তুই যাবি না।
২: ছেলেরা ফুটবল খেলছে এবং মেয়েরা কবাডি খেলছে।
৩: তুমি এসেছিলে, অথচ আমাকে জানাওনি।
৪: ভালো করে পড়াশোনা করো, নতুবা ভালো রেজাল্ট হবে না।
৫: তোমাকে এখন পড়তে হয় না, বরং একটু খেলো।
৬: আমরা স্কুলে যাবো, তারপর পড়বো।
৭: এখানে এসো, এসে চুপ করে বসো।
৮: লোকটা অনেক পরিশ্রম করেছে, ফলে আজ সে ধনী হয়েছে।
৯: সে আজ আসবে, কারণ তার শরীর ভালো নেই।
১০: আমি কাজটা পারবো না, কেন না আমি আজ ব্যস্ত থাকবো।

মনে রাখার বিষয়: যৌগিক বাক্যের দুটি খণ্ডবাক্য সাধারণত সমুচ্চয়ী অব্যয় দ্বারা যুক্ত থাকে‌। অনেক সময় কমা চিহ্ন দ্বারাও যুক্ত হতে পারে।

Comments

  1. BENGALI class10 হাট কবিতা নির্জন হাটে রাত্রি নামিল একক ডাকে

    ReplyDelete
  2. হাট কবিতা নির্জন হাটে রাত্রি নামিল একক ডাকে

    ReplyDelete

Post a Comment

Popular Posts