সোমবার থেকে পরীক্ষা শুরু কোন কারক
সোমবার থেকে পরীক্ষা শুরু - সোমবার কারক
এই বাক্যে সোমবার হলো ক্রিয়া প্রারম্ভের সময়। যে সম থেকে ক্রিয়ার কাজ শুরু হয়, তাকে বলে কালবাচক অপাদান। এই বাক্যে 'সোমবার' পদটি কালবাচক অপাদান রূপে কাজ করছে। তাই এটি অপাদান কারক। মনে রাখতে হবে: সময় বোঝালেই অধিকরণ কারক হয় না।
Comments
Post a Comment