মুষলধারে বৃষ্টি হচ্ছে কোন কারক

 মুষলধারে বৃষ্টি হচ্ছে - বৃষ্টি কারক নির্ণয়

এই বাক্যের বৃষ্টি পদটির কারক নির্ণয় করতে গিয়ে অনেকেই ভুল করে বসেন। বৃষ্টি এখানে কর্তৃ কারক হবে। ব্যাখ্যা: এখানে বৃষ্টি জড় পদার্থ হলেও কর্তা। কারণ বৃষ্টিই হচ্ছে। জড় পদার্থের কারক নির্ণয় করার সময় সাবধনতা অবলম্বন করতে হবে। অনেক সময় জড় পদার্থ কর্তৃ কারক হলেও কর্ম কারক বলে মনে হয়। 


Comments

Popular Posts