বাড়ি থেকে নদী দেখা যায় বাড়ি কোন কারক

 বাড়ি থেকে নদী দেখা যায় - বাড়ি কারক

বাড়ি থেকে নদী দেখা যায় - এই বাক্যে বাড়ি পদটির কারক নির্ণয় করতে গিয়ে আমাদের একটা সংশয় তৈরি হয়। মনে হয় কর্তা তো বাড়ির মধ্যে আছে, তাহলে কাজটা কি বাড়ির মধ্যেই হচ্ছে না? এখানে মনে রাখতে হবে ক্রিয়ার কাজটি বাড়ির মধ্যে সম্পূর্ণটা হচ্ছে না, আংশিক হচ্ছে। এই কারণে বাড়ি অধিকরণ কারক নয়। এটি অপাদান কারক হবে। এই ধরনের অপাদানকে বলে অবস্থানবাচক অপাদান। কর্তা যে স্থানে থেকে দূরবর্তী কোনও ক্রিয়া সম্পন্ন করে, সেই স্থানকে বলে অবস্থানবাচক অপাদান।



Comments

Popular Posts