যুগান্তর ব্যাসবাক্য সহ সমাস নির্ণয়

 যুগান্তর কোন সমাস



আমরা এই পোস্টে সম্পূর্ণ ব্যাখ্যা সহ 'যুগান্তর' শব্দটির সমাস নির্ণয় করবো। এটি একটি নিত্য সমাসের উদাহরণ। এর ব্যাসবাক্য হবে "অন্য যুগ"। নিত্য সমাসের নিয়ম হল সমস‌্যমান পদগুলি দিয়ে এর ব্যাসবাক্য নির্ণয় করা যায় না, অন্য পদের সাহায্য নিতে হয়। আবার অনেক সময় নিত্য সমাসের ব্যাসবাক্য একেবারেই নির্ণয় করা যায় না। এই শব্দটির ব্যাসবাক্য নির্ণয় করা যাচ্ছে, কিন্তু অন্য পদের সাহায্য নিতে হচ্ছে। 'যুগান্তর' শব্দে সমস্যমান পদ হল 'যুগ' ও 'অন্তর'। কিন্তু ব্যাসবাক্যে 'অন্তর' পদটি নেই। তার পরিবর্তে 'অন্য' পদটি আসছে। তাই এটি নিত্য সমাস।


Comments

Popular Posts