কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি প্রশ্ন ও উত্তর

 কলিঙ্গদেশে ঝড়বৃষ্টি কাব্যাংশে প্রাকৃতিক দুর্যোগের যে চিত্র তুলে ধরা হয়েছে তার বিবরণ দাও।




উঃ- কালকেতুর গুজরাট নগরে প্রজা বসতি স্থাপনের জন্য দেবী চণ্ডী কলিঙ্গ দেশে শুরু করলেন প্রবল দুর্যোগ। ঈশান কোণ থেকে শুরু করে সহসা সমগ্র আকাশ মেঘে ছেয়ে ফেললো। মুষলধারে বৃষ্টি পড়তে লাগল। ঘন ঘন বিদ্যুৎ চমকাচ্ছে আর কলিঙ্গের আকাশে উড়ে উড়ে উচ্চ নাদে গর্জন করতে লাগলো মেঘেরা। প্রজারা ভাবলো বুঝি প্রলয় আসন্ন, তারা যে যেদিকে পারল দৌড় দিল। সবুজ গছাপালা ধূলায় ঢেকে গেল। শস্য উল্টে পড়ল। জলে পথ হারিয়ে গেল। কেউ কারো কথা শুনতে পাচ্ছে না, দিন রাতের ব্যবধান বোঝা যাচ্ছে না। লোকেরা জৈমিনিকে স্মরণ করতে লাগল। সাপ ভেসে বেড়াতে লাগল জলে। জল-স্থলের ফারাক মুছে গেল। সাত দিনের টানা ঝড়বৃষ্টিতে ঘরবাড়ি হেজে গেল। তালের মতো শিল পড়তে লাগল ঘরের চাল ফুটো করে। এর উপরে আবার দেবীর আদেশে হনুমান মঠ অট্টালিকা ভেঙে ফেলতে লাগলেন। নদনদীরাও দেবীর আদেশে তীব্র বেগে ব‌ইতে লাগল।

এই ভাবে কবি মুকুন্দ চক্রবর্তীর বর্ণনায় কলিঙ্গ দেশের প্রাকৃতিক দুর্যোগের ছবিটি জীবন্ত হয়ে উঠে‌ছে।



Comments

Popular Posts