টাকায় সব হয় কারক | টাকায় কী না হয় কারক

 টাকায় সব হয় / টাকায় কী না হয় - টাকায় কারক

এই কারকটি নিয়ে অনেকের মনেই ভুল ধারণা রয়েছে। অনেকেই মনে করেন টাকা থেকে সব হয়, কিন্তু তা নয়। এটি অপাদানের ভাব বহন করে না। তাই এটি অপাদান কারক হবে না। তাহলে কোন কারক হবে? এটি হবে করণ কারক। টাকার দ্বারা কার্য-সম্পাদন হয়। টাকা তাই করণ কারক। করণ কারকে 'য়' বিভক্তি যুক্ত হয়েছে।


Comments

Popular Posts