উদাহরণ দাও মধ্যস্বরাগম, স্বরভক্তি, অন্তঃস্থ য়-শ্রুতি, অন্ত্যস্বরলোপ, অন্যোন্য স্বরসংগতি
ধ্বনি পরিবর্তনের উদাহরণ
কয়েকটি বিশেষ ধ্বনি পরিবর্তনের উদাহরণ নিচে দেওয়া হল।
মধ্যস্বরাগম
মধ্যস্বরাগমের উদাহরণ হল: মার > মাইর, চাল > চাইল।
স্বরভক্তির উদাহরণ
স্নান > সিনান, ধর্ম > ধরম, ভক্তি > ভকতি
অন্তঃস্থ য়-শ্রুতির উদাহরণ
গিএ > গিয়ে, দিএছি > দিয়েছি, হএ > হয়
অন্ত্যস্বরলোপের উদাহরণ
ভাত > ভাত্ , গালি > গাল্
অন্যোন্য স্বরসংগতির উদাহরণ
যদু > যোদো, মধু > মোধো, রামু > রেমো
Comments
Post a Comment