দল বিশ্লেষণ করে দল চিহ্নিত করো: ইস্টিশান, বাগুইআটি, দর্শনমাত্র, ক্ষিপ্রহস্ত, অদ্ভুতরকম

 দল বিশ্লেষণ করে দল চিহ্নিত করো

দল বিশ্লেষণ করতে হয় উচ্চারণের মাধ্যমে। একটি শব্দকে আমরা যতগুলি ধাক্কায় উচ্চারণ করি বা যতগুলো টুকরোতে ভেঙে উচ্চারণ করি, সেই টুকরোগুলোই এক একটি দল। দল দুই প্রকার: মুক্ত দল ও রুদ্ধ দল। যে দলের শেষে স্বর থাকে, তাকে মুক্ত দল বলে এবং যে দলের শেষে ব্যঞ্জন বা অর্ধস্বর থাকে, তাকে রুদ্ধ দল বলে। নিচে উদাহরণের মাধ্যমে দল বিশ্লেষণ করে দেখানো হলো।

ইস্টিশান - ইস্ - টি - শান্ (রুদ্ধ - মুক্ত - রুদ্ধ)

বাগুইআটি - বা - গুই - আ - টি (মুক্ত - রুদ্ধ - মুক্ত - মুক্ত) এখানে 'গুই' দলটি রুদ্ধ দল হবে, কারণ এখানে 'ই' পূর্ণ স্বর নয়, অর্ধস্বর।

দর্শনমাত্র -- দর্ - শন্ - মাত্ - ত্র (রুদ্ধ - রুদ্ধ - রুদ্ধ - মুক্ত)

ক্ষিপ্রহস্ত -- ক্ষিপ্ - প্র - হস্ - ত (রুদ্ধ - মুক্ত - রুদ্ধ - মুক্ত)

অদ্ভুতরকম -- অদ্ - ভুত্ - র - কম্ (রুদ্ধ - রুদ্ধ - মুক্ত - রুদ্ধ) 

মনে রাখবে: উপযুক্ত স্থানে হসন্ত চিহ্ন দেওয়া জরুরি।


Comments

  1. জগদীশচন্দ্র বসু দল বিশ্লেষণ করলে কি হয়

    ReplyDelete
    Replies
    1. জ-গ-দীশ্-চন্-দ্র ব-সু

      Delete
  2. প্রজাপতি দল বিশ্লে স্ন করলে কি হবে

    ReplyDelete
    Replies
    1. প্র - জা - প - তি

      Delete
  3. নৌকাডুবি দল বিশ্লেষন ও চিহ্নিত

    ReplyDelete
    Replies
    1. নৌ-কা - ডু - বি

      Delete
  4. মহাশূন্যে

    ReplyDelete
  5. দ্রাক্ষাফল দল বিশ্লেষণ করলে কি হবে?

    ReplyDelete
  6. হৃদয় দল বিশ্লেষণ

    ReplyDelete
  7. রবীন্দ্রনাথ

    ReplyDelete
  8. ব্যাঞ্জনন্ধনী শব্দের দল বিশ্লেষণ

    ReplyDelete

Post a Comment

Popular Posts