জেলখানার চিঠি: প্রশ্ন ও উত্তর
জেলখানার চিঠি
'জেলখানার' চিঠি রচনায় কারাবন্দি অবস্থাতেও দুঃখ কাতর হতাশাগ্রস্ত নয় বরং আত্মবিশ্বাসী ও আশাবাদী নেতাজির পরিচয় ফুটে উঠেছে পত্রটি অবলম্বনে নিজের ভাষায় মন্তব্যটি যথার্থতা পরিস্ফুট করো।
নেতাজি সুভাষচন্দ্র বসু কোন সাধারণ কয়েদি ছিলেন না। তাঁর দুচোখে ছিল ভারতবর্ষের স্বাধীনতার স্বপ্ন। মান্দালয় জেলে বন্দী থাকার সময়ও তিনি মানুষের দুঃখ যন্ত্রণা দূর করার চিন্তায় মগ্ন ছিলেন নিজের আধ্যাত্বিক ভাবনা ও স্বদেশের কল্যাণের ভাবনা জেলের মধ্যে তাকে আত্মবিশ্বাসী ও আশাবাদী রেখেছে জেলের মধ্যে থেকেই তিনি কারা সংস্কারের কথা ভেবেছেন জেলে বন্দী মানুষের যন্ত্রণার কথা চিন্তা করেছেন। মোটের উপর বলতে গেলে নেতাজির এই চিঠি থেকে একজন মহান দার্শনিক চিন্তাবিদ স্বাধীনতা সংগ্রামী কে সহজেই খুজে পাওয়া যায় কারাগারের বন্ধন নেতাজির শরীরকে বন্দী করতে পারলেও তার মনকে বন্দী করতে পারেনি।
Comments
Post a Comment