তদ্ভব শব্দ কীভাবে গড়ে উঠেছে

 তদ্ভব শব্দ

'তদ্ভব' কথাটির অর্থ হল: তার থেকে হয়েছে। 'তার' বলতে এখানে সংস্কৃত বা প্রাচীন ভারতীয় আর্য ভাষা বুঝতে হবে। প্রাচীন ভারতীয় আর্য ভাষা কালক্রমে বিবর্তিত হয়ে প্রথমে মধ্য ভারতীয় আর্য ও পরে নব্য ভারতীয় আর্য ভাষায় পরিণত হয়। এই বিবর্তনের ফলে প্রাচীন ভারতীয় আর্য ভাষার শব্দগুলিও বিবর্তিত হতে থাকে। এই ভাবে  বিবর্তনের পথ ধরে যে সব শব্দ বাংলা ভাষায় এসেছে তারাই তদ্ভব শব্দ।

Comments

Popular Posts