বাঙালি পদবির ইংরেজি ধরনের উচ্চারণে হ্রস্বস্বরচিহ্ন হবে - উদাহরণ দাও

 বাঙালি পদবির ইংরেজি ধরনের উচ্চারণ

বাঙালিদের বিভিন্ন পদবির উচ্চারণ ইংরেজ সাহেবদের উচ্চারণে বদলে গেছে। যেমন: বাঁড়ুজ্যে হয়েছে ব্যানার্জি, চাটুজ্জে হয়েছে চ্যাটার্জি। এই বানানগুলিতে আগে অনেকেই দীর্ঘস্বর ব্যবহার করতেন। বর্তমানে এগুলিতে হ্রস্বস্বর হবে। এটিই আধুনিক পদ্ধতি। যেমন: ব্যানার্জি (ব্যানার্জী নয়), চ্যাটার্জি (চ্যাটার্জী নয়)।

Comments

Popular Posts