পাড়াগাঁর দুপহর ভালোবাসি কবিতায় গ্রামজীবন সম্পর্কে কবির যে অনুভূতির প্রকাশ ঘটেছে তার পরিচয় দাও
পাড়াগাঁর দুপহর ভালোবাসি কবিতায় গ্রামজীবনের প্রতি কবির অনুভূতি
জীবনানন্দ দাশের লেখা 'পাড়াগাঁর দুপহর ভালোবাসি' কবিতায় পল্লীবাংলার জীবনের সাথে কবির আত্মিক বন্ধন এবং গ্রামজীবনের প্রতি তাঁর গভীর অনুভূতির প্রকাশ দেখতে পাওয়া যায়। কবির হৃদয়ের সাথে পল্লীপ্রকৃতির যোগ যেন নাড়ীর যোগ। তাই কবির হৃদয়ের একান্ত গোপন স্বপ্নের কথা কেউ জানে না, শুধু জানে বাংলাদেশের প্রান্তর আর প্রান্তরের শঙ্খচিল। কবির হৃদয় তাদের কাছেই কথা বলতে শিখেছে অনেক জন্ম ধরে। গ্রামজীবনের বিষণ্ণ সৌন্দর্যের প্রতি কবির পরম মমতার প্রকাশ ঘটেছে এই কবিতায়। পল্লীপ্রকৃতির সাথে, পল্লী বাংলার জীবনের সাথে তাঁর সম্পর্ক ভীষণ নিবিড়। কবিতায় আঁকা প্রতিটি চিত্রের ভিতর দিয়ে সেই একাত্মতা আর সম্পর্কের নিবিড়তাই স্পষ্ট হয়ে উঠেছে। "ডিঙিও ভাসিছে কার জলে, মালিক কোথাও নেই, কোনোদিন এইদিকে আসিবে না আর..." এই বর্ণনা থেকে যে বিষাদের সুর ঝরে পড়ছে, তা থেকেই বোঝা যায় পল্লী প্রকৃতি ও বাংলার গ্রাম-জীবনের সাথে কবির অনুভূতি কেমন ভাবে জড়িয়ে ছিলো।
Comments
Post a Comment