গাছে কাঁঠাল গোঁফে তেল বাক্য রচনা
গাছে কাঁঠাল গোঁফে তেল: বাগধারা
'গাছে কাঁঠাল গোঁফে তেল' বাগধারাটির অর্থ হল কোনো বস্তু পাওয়ার আগেই প্রাপ্তির আনন্দ উপভোগের প্রস্তুতি নেওয়া। সাধারণত যে জিনিস পাওয়ার ব্যাপারে কোনো নিশ্চয়তা নেই, বরং বলা যায় না পাওয়ার সম্ভাবনাই বেশি, তবু যদি কেউ প্রাপ্তির সম্ভাবনা বিষয়ে একেবারে নিশ্চিত হয়ে যায় এবং সেই অতি-আত্মবিশ্বাসে আনন্দ উদযাপন শুরু করে দেয়, তখন এই বাগধারাটির প্রয়োগ হয়। নিচে বাক্য রচনার উদাহরণের মাধ্যমে এর প্রয়োগ দেখানো হলো।
১: চাকরি পাবে কি পাবে না, তার ঠিক নেই, এখন থেকেই গাড়ি বুক করা হয়ে গেছে; একেই বলে গাছে কাঁঠাল গোঁফে তেল।
২: গাছে কাঁঠাল গোঁফে তেল-এর উদাহরণ দিতেই কি তুমি ভোটের ফল বেরোনোর আগে বিজয় উৎসব শুরু করে দিলে?
৩: তোমার মামা তোমাকে টাকা দিলে তুমি আমার টাকা ফেরত দেবে, এ কথা বিশ্বাস করে আমার বাড়ির কাজ শুরু করা মানে গাছে কাঁঠাল গোঁফে তেল ছাড়া আর কিছুই নয়।
Comments
Post a Comment