বজ্র আঁটুনি ফস্কা গেরো প্রবাদটির অর্থ কী
বজ্র আঁটুনি ফস্কা গেরো বাক্য রচনা
'বজ্র আঁটুনি ফস্কা গেরো' প্রবাদটির অর্থ ভালো করে বুঝে নিন। অনেকেই মনে করেন এর অর্থ "বাঁধন যত শক্ত, এড়ানো তত সহজ"। কিন্তু তাই কি কখনও হয়? বাঁধন শক্ত হলে তো এড়ানোও শক্ত হবে। এই প্রবাদের অর্থ হল: হাবে ভাবে বাঁধন আঁটোসাঁটো দেখালেও আসলে মোটেই শক্ত নয়। ফস্কা গেরো হল এমন গেরো, যাকে সহজেই খুলে ফেলা যায়। ফস্কা গেরোকে যতই কঠিন করে বাঁধা হোক, তা সহজেই খুলে ফেলা যায়। এই কারণে কোথাও যখন নিরাপত্তা বা নিয়ম-কানুনের বাহ্যিক কড়াকড়ি অতিরিক্ত দেখানো হয়, অথচ সেই নিরাপত্তা বা নিয়ম-কানুনের মধ্যে বিরাট ফাঁক থেকে যায়, তখন এই প্রবাদটি ব্যবহার করা হয়। নিচে বাক্য রচনার উদাহরণ দিয়ে বোঝানো হল।
১: মন্ত্রীর জনসভায় জঙ্গি আক্রমণের ঘটনা থেকেই বোঝা যায় দেশের নিরাপত্তা ব্যবস্থা আসলে বজ্র আঁটুনি ফস্কা গেরো ছাড়া কিছুই নয়।
২: বাবা মায়ের কঠোর শাসনকে বজ্র আঁটুনি ফস্কা গেরোর মতো ফাঁকি দিয়ে ছেলেটি নেশায় আসক্ত হলো।
৩: সরকারের দুর্নীতি দমন অভিযান আসলে বজ্র আঁটুনি ফস্কা গেরো, ভারপ্রাপ্ত আধিকারিকরাই ঘুষ নিয়ে অপরাধীদের ছাড় দিয়ে দিচ্ছে।
আরও প্রবাদ
Comments
Post a Comment