শিকল পরার গান কবিতার প্রশ্ন ও উত্তর

 শিকল পরার গান: প্রশ্নোত্তর

শিকল পরা ছল বলতে কবি প্রকৃতপক্ষে কি বোঝাতে চেয়েছেন

কাজী নজরুল ইসলামের লেখা শিকল পরার গান কবিতায় শিকল পরা বলতে কারাবরণ করা বোঝানো হয়েছে। কারাবরণ কে কবি জল বলেছেন আসলে কবি বলতে চেয়েছেন কারাবরণের মধ্য দিয়েই আসবে কাঙ্ক্ষিত স্বাধীনতা। স্বাধীনতা সংগ্রামীরা কারাবরণ করার মধ্য দিয়ে দেশবাসীর মন থেকে বন্দী হওয়া ভয় মুছে যাবে । আইন অমান্য আন্দোলনে স্বাধীনতা সংগ্রামীরা দলে দলে কারাবরণের মাধ্যমে এভাবেই ব্রিটিশবিরোধী মনোভাব গড়ে তুলেছিলেন এবং দেশের মানুষের মন থেকে বন্দী হওয়ার ভয় দূর করতে পেরেছিলেন। 




"মোদের অস্থি দিয়েই জ্বলবে দেশে আবার বজ্রানল" -- পঙক্তিটিতে 'আবার' শব্দটি ব্যবহৃত হয়েছে কেন?

উদ্ধৃত অংশটি কাজী নজরুল ইসলামের লেখা শিকল পরার গান কবিতা থেকে নেওয়া হয়েছে। এখানে পৌরাণিক কালের দধীচি মুনির অস্থি দিয়ে বজ্র নির্মাণের প্রসঙ্গ স্মরণ করা হয়েছে। দধীচির অস্থি দিয়ে নির্মিত বজ্রের সাহায্যে দেবতারা আসুরিক শক্তিকে পরাজিত করেছিলেন। আধুনিক কালের দধীচি এই বিপ্লবীরা। তাঁদের আত্ম-বলিদানের মাধ্যমে যে বজ্র তৈরি হবে তা দিয়ে পরাস্ত করা হবে সাম্রাজ্যবাদী ব্রিটিশ শক্তিকে। অর্থাৎ পৌরাণিক ঘটনার যেন পুনরাবৃত্তি ঘটবে। তাই এখানে 'আবার' শব্দটি ব্যবহৃত হয়েছে।


স্বাধীনতাকামী মানুষের মুক্তির বাসনা কিভাবে শিকল পরার গান কবিতায় ধরা পড়েছে তা আলোচনা করো।

কাজী নজরুল ইসলামের লেখা শিকল পরার গান কবিতাটি স্বাধীনতা সংগ্রামীদের কারাবরণের প্রসঙ্গে রচিত। ব্রিটিশ আমলে বহু বিপ্লবী ও স্বাধীনতা সংগ্রামী স্বেচ্ছায় কারাবরণের মাধ্যমে দেশের স্বাধীনতা আন্দোলনকে আরো তীব্র করার চেষ্টা করেছিলেন। তাঁরা দেশের মানুষকে সাহস জোগাতে ও সকলের মনে মুক্তির বাসনা জাগিয়ে তুলতে চেয়ে ছিলেন বিপ্লবীরা নিজেদের বন্দীত্বের বিনিময় দেশের শৃংখল মোচন করতে চেয়ে ছিলেন। আত্ম বলিদান এর মাধ্যমে তাঁরা চেয়েছিলেন দেশকে স্বাধীন করতে। তারা চেয়েছিলেন মানুষের মন থেকে ব্রিটিশ শাসনের ভয় দূরীভূত হোক।

দল বিশ্লেষণ

বন্ধনী - বন্ - ধ - নী

ঝঞ্ঝনা - ঝন্ - ঝ - না

বজ্রানল - বজ্ - জ্রা - নল্

সর্বনাশ - সর্ - ব - নাশ্

অস্থি - অস্ - থি

ধ্বনি পরিবর্তনের কোন নিয়ম কাজ করেছে?

বাঁধন -- বন্ধন>বাঁধন - নাসিক্যীভবন

পরে -- উপরে > পরে - আদিস্বরলোপ




Comments

Popular Posts