হাওয়ার গান কবিতার প্রশ্ন ও উত্তর
বিশ্বের বুক ফেটে বয়ে যায় এই গান। -- কোন হতাশার কান্না বিশ্ব জুড়ে বয়ে যায়?
উদ্ধৃত অংশটি অমিয় চক্রবর্তীর লেখা হাওয়ার গান কবিতা থেকে নেওয়া হয়েছে। এখানে হাওয়াদের হতাশার কান্নার আড়ালে কবি চিরকালের ব্যর্থ মানুষদের হতাশার কথা তুলে ধরেছেন। যুগে যুগে দেশে দেশে মানুষ স্বপ্ন দেখেছে আশায় বুক বেঁধেছে কিন্তু মানুষের সব আশা কখনোই পূরণ হয় না কিছু আশা চিরকাল চিরকাল অপূর্ণ থেকে যায় কিছু বাসনা থেকে যায় চরিতার্থ। এই অচরিতার্থতার দীর্ঘশ্বাস যেন যুগে যুগে ঘুরে বেড়ায় গৃহহীন হাওয়াদের মতো।
Comments
Post a Comment