বাক্যে পদবিন্যাস কর
বাক্যে পদবিন্যাস বলতে কী বোঝায়?
বাক্যের মধ্যে পদগুলি সুনির্দিষ্ট নিয়মে সুসজ্জিত থাকে। পদের এই সজ্জাকেই বলা হয় পদবিন্যাস। ছোটোদের পরীক্ষায় অনেক সময় এলোমেলো করে কিছু পদ দিয়ে দেওয়া হয় এবং সেগুলিকে সাজিয়ে লিখতে বলা হয়। এই সাজিয়ে লেখাকেই পদবিন্যাস বলে। নিচে পদবিন্যাসের উদাহরণ দেওয়া হলো।
বাক্যে পদবিন্যাস করো
প্রশ্ন: পারলৌকিক, জীবনকে, মঙ্গলের, পিছনে, উপোসি, রেখে, ছোটা, পিছনে, মরীচিকার, নিরর্থক, দৌড়ানোর, মতোই
উত্তর: জীবনকে উপোসি রেখে পারলৌকিক মঙ্গলের পিছনে ছোটা মরীচিকার পিছনে দৌড়ানোর মতোই নিরর্থক।
Comments
Post a Comment