ঘাসফড়িং কবিতার প্রশ্ন উত্তর | Class VI Bengali Text Ghasforing

ঘাসফড়িং কবিতার ব্যাখ্যা

ঘাসফড়িং
অরুণ মিত্র

ঘাসফড়িং কবিতার ব্যাখ্যা



একটা ঘাসফড়িং-এর সঙ্গে আমার গলায় গলায় ভাব হয়েছে,
ভাব না করে পারতাম‌ই না আমরা।
ঝিরঝির বৃষ্টির পর আমি ভিজে ঘাসে পা দিয়েছি
অমনি শুরু হয়ে গেল আমাদের নতুন আত্মীয়তা।
সবুজ মাথা তুলে কত খেলা দেখাল ঘাসফড়িং,
তার কাছ থেকে চলে আসার সময় আমার কী মনখারাপ
বলে এলাম আমি আবার আসব,
আমার ঘরের দরজা এখন সবুজে সবুজ।

এই আবার ঝিরঝির বৃষ্টি
আমি কথা দিয়ে এসেছি
ভিজে ঘাসের ওপর আমাকে যেতেই হবে আবার।

কবিতার ব্যাখ্যা ও সারাংশ

এই কবিতাটি প্রকৃতির সাথে কবি-মনের আত্মীয়তার সম্পর্ক বিষয়ক কবিতা‌। কবির সাথে একটি ঘাসফড়িং-এর ভাব হয়েছে। কবি যখন সবুজ প্রকৃতির কাছে গেছেন, তখন‌ই তিনি নতুন আত্মীয়তার বন্ধনে বাঁধা পড়েছেন। বাঁধা না পড়ে উপায় ছিলো না। মানুষ যখন‌ই সবুজ প্রকৃতির কাছে যায়, তখন‌ই সবুজের ভালোবাসায় বাঁধা পড়ে যায়। ঘাসফড়িং এখানে সবুজ প্রকৃতির প্রতিনিধি। তার কাছ থেকে চলে আসতে কবির মন খারাপ হয়। সবুজের সঙ্গ ত্যাগ করতে আমাদের সবার‌ই কষ্ট হয়। তাই আমরা আবার ফিরে যাওয়ার কথা না দিয়ে পারি না। আমাদের ঘরের দরজা তখন সবুজ হয়ে ওঠে। আসলে এ দরজা ঘরের নয়, মনের দরজা। সবুজ প্রকৃতির প্রেমে কবির মনের দরজা সবুজ হয়ে ওঠে। তাই আবার যেদিন ঝিরঝির বৃষ্টির দিন আসে, কবিকে ফিরে যেতে হয় সবুজের কাছে।

ঘাসফড়িং কবিতার প্রশ্নোত্তর

প্রশ্ন: কবির সঙ্গে ঘাসফড়িং-এর নতুন আত্মীয়তা কীভাবে গড়ে উঠল?


উত্তর: কবি যেদিন ঝিরঝির বৃষ্টির পর ভেজা সবুজ ঘাসে পা দিলেন, সে দিন‌ই শুরু হয়ে গেল কবির সাথে ঘাসফড়িং-এর আত্মীয়তা‌। ঘাসফড়িং কবিকে অনেক খেলা দেখালো। এই স্নিগ্ধ সবুজ প্রকৃতির মাঝে ঘাসফড়িং-এর সাথে ভাব না করে কবির কোনো উপায় ছিলো না।

প্রশ্ন: কবির কৌতুহল ও ভালোলাগায় ঘাসফড়িং কীভাবে সাড়া দিলো বলে তোমার মনে হয়?


উত্তর: কবি যেদিন ঝিরঝির বৃষ্টির পর ভেজা ঘাসে পা রাখেন, সেদিন‌ই তাঁর দেখা হয় ছোট্ট সবুজ ঘাসফড়িং-এর সাথে। কবির সাথে তার আত্মীয়তা অনিবার্য হয়ে পড়ে। এই আত্মীয়তায় ঘাসফড়িং‌ও সাড়া দেয়। সে তার সবুজ মাথা তুলে কবিকে নানা রকম খেলা দেখিয়ে খুশি করার চেষ্টা করে। 

প্রশ্ন: ঘাসফড়িং-এর কাছ থেকে চলে আসার সময় কবির মন খারাপ হলো কেন বুঝিয়ে দাও।


উত্তর: কবি অরুণ মিত্রের লেখা 'ঘাসফড়িং' কবিতার সবুজ ঘাসফড়িং আসলে সবুজ প্রকৃতির প্রতিনিধি। কবি যেদিন ঝিরঝির বৃষ্টির পর ভেজা সবুজ ঘাসে পা রাখেন, সেদিন ঘাসফড়িং-এর সাথে কবির ভাব হয়। ভাব না হয়ে উপায় ছিলো না। আমরা সবাই সবুজ প্রকৃতিকে ভালোবাসি। সবুজ প্রকৃতি আমাদের মায়ার বাঁধনে বেঁধে ফেলে। কবি তাই বাড়ি ফেরার সময় এলে ঘাসফড়িং-কে ছেড়ে আসতে কবির মন খারাপ হয়।

প্রশ্ন: "বলে এলাম আমি আবার আসব" -- পংক্তিটির মধ্য দিয়ে কবির কোন মনোভাবের প্রকাশ ঘটেছে?


উঃ কবি অরুণ মিত্রের লেখা'ঘাসফড়িং'কবিতায় ঘাসফড়িং-কে ছেড়ে আসার সময় কবি এই কথা দিয়েছেন। ঘাসফড়িং-এর সাথে কবির এমন ভাব হয়ে গেছে যে তাকে ছেড়ে আসতে তাঁর খুব মন খারাপ। তবু ছেড়ে আসতেই হতো। তাই কবি তাকে কথা দেন তিনি ফিরে আসবেন। এই উক্তির মধ্যে কবির প্রকৃতিপ্রেমিক, মায়াশীল ও কোমল মনোভাবের পরিচয় পাওয়া যায়। 

প্রশ্ন: "আমার ঘরের দরজা এখন সবুজে সবুজ" -- কবির এরূপ সবুজের সমারোহ দেখার কারণ কী?


উত্তর: কবি যেদিন ঝিরঝির বৃষ্টির পর ভেজা ঘাসে পা রাখলেন, সেদিন তাঁর সাথে ভাব হলো একটি ছোট্ট সবুজ ঘাসফড়িং-এর। ঘাসফড়িং-এর মায়া কবিকে আচ্ছন্ন করলো এক নতুন আত্মীয়তায়। এই আত্মীয়তা হলো সবুজ প্রকৃতির সাথে মানুষের আত্মীয়তা। সবুজের সাথে এই নিবিড় ভালোবাসা কবির হৃদয়ের দরজাকে সবুজে সবুজ করে তোলে। সব কিছুর মধ্যেই কবি সবুজের সমারোহ দেখতে পান।

প্রশ্ন: "ভিজে ঘাসের ওপর আমাকে যেতেই হবে আবার" -- কোন ভিজে ঘাসের ওপর কবিকে ফিরতেই হবে? সেখানে তিনি কেন যেতে চান?


উত্তর: অরুণ মিত্রের লেখা'ঘাসফড়িং' কবিতা থেকে উদ্ধৃত অংশটি নেওয়া হয়েছে। এখানে যে ঘাসের ওপর ঘাসফড়িং খেলা করে, সেখানে ফেরার কথা বলা হয়েছে।

কবিকে সেখানে ফিরতেই হবে। কারণ ঘাসফড়িং-এর সাথে তাঁর গলায় গলায় ভাব হয়েছ। সেদিন যখন তাকে ছেড়ে আসতে হয়েছিলো, তখন কবির মন খারাপ হয়েছিলো এবং তিনি তাকে কথা দিয়েছিলেন, যে তার কাছে আবার ফিরে যাবেন।

প্রশ্ন: প্রকৃতির প্রতি ভালোবাসার নিবিড় টান কীভাবে কবি অরুণ মিত্রের লেখা'ঘাসফড়িং'  কবিতায় প্রকাশ পেয়েছে, তা নিজের ভাষায় লেখো।


উত্তর: কবি অরুণ মিত্রের লেখা 'ঘাসফড়িং' কবিতাটি আগাগোড়া একটি প্রকৃতিপ্রেমের কবিতা। সবুজ প্রকৃতির সাথে কবি-মনের নিবিড় সম্পর্ক ও সংযোগের কথা অনুভব করা যায় এই কবিতায়। ঘাসফড়িং এই কবিতায় একটি প্রতীকের কাজ করছে। সে আসলে সমগ্র সবুজ প্রকৃতির প্রতিনিধি। ঘাসফড়িং-এর সাথে ভাব হয়ে যাওয়ার পর কবি তাকে ছেড়ে যেতে কষ্ট পেয়েছেন এবং কথা দিয়েছেন, আবার ফিরে আসবেন। কবি কথা রেখেছেন। যখন আবার বৃষ্টি নামলো ঝিরঝির করে, তখন তিনি আবার ফিরে যেতে উদ্যত হয়েছেন প্রিয় সবুজ প্রকৃতির কাছে, প্রিয় ঘাসফড়িং-এর কাছে। কবি ভুলে যাননি‌। আর এই মনে রাখার মধ্যেই নিবিড় ভালোবাসার পরিচয় খুঁজে পাওয়া যায়।

Comments

  1. ঘাসফড়িং কবিতার ব্যাখ্যা পড়ে আমার খুব ভালো লেগেছে এবং আমি খুবই উপকৃত হয়েছি। সুন্দর সুন্দর নতুন প্রেমের কবিতা চাই।

    ReplyDelete
  2. Thank you so much 😊

    ReplyDelete

Post a Comment

Popular Posts