অদ্ভুত আতিথেয়তা প্রশ্নোত্তর | অদ্ভুত আতিথেয়তা গল্প থেকে প্রশ্ন ও উত্তর

 প্রসঙ্গ উল্লেখ করে তাৎপর্য বিশ্লেষণ কর: "আমাদের জাতীয় ধর্ম এই, প্রাণান্ত ও সর্বস্বান্ত হ‌ইলেও, অতিথির অনিষ্টচিন্তা করি না।"


উদ্ধৃত অংশটি বিদ্যাসাগরের লেখা অদ্ভুত আতিথেয়তা গল্প থেকে নেওয়া হয়েছে। আরব সেনাপতি সকালবেলা মুরসেনাপতিকে বিদায় দেওয়ার সময় নিজের পিতৃহত্যার প্রতিশোধ গ্রহণের সংকল্প বিষয়ে বলতে গিয়ে উদ্ধৃত কথাগুলি বলেছেন। 


আরব সেনাপতির এই কথা থেকে আরব জাতি সম্পর্কে আমরা একটি ধারণা লাভ করতে পারি। আরব জাতির কাছে আতিথেয়তা পরম ধর্ম রূপে গণ্য হয়। নিজের পিতার হত্যাকারীকে নিজের তাঁবুতে অসহায় অবস্থায় পেয়েও আরব সেনাপতি তাঁর জাতিগত অতিথিপরায়ণতা ত্যাগ করেননি। 



"আতিথেয়তা বিষয়ে পৃথিবীর কোনো জাতিই আরবদিগের তুল্য নহে।" গল্পের ঘটনা বিশ্লেষণ করে মন্তব্যটির যথার্থতা প্রতিপন্ন করো।


উদ্ধৃত অংশটি বিদ্যাসাগরের লেখা অদ্ভুত আতিথেয়তা গল্প থেকে নেওয়া হয়েছে।


 'অদ্ভুত আতিথেয়তা' গল্পে দেখা যায় আরবদের বিপক্ষ মুর জাতির এক সেনাপতি পথ ভুলে আরব শিবিরের কাছাকাছি চলে আসেন। তিনি এক আরব সেনাপতির তাঁবুর সামনে এসে আশ্রয় প্রার্থনা করলে আরব সেনাপতি তাঁকে অতিথিরূপে আশ্রয় দেন এবং তাঁর সেবা যত্নের ব্যবস্থা করেন। কিন্তু একটু পরেই কথোপকথন প্রসঙ্গে আরব সেনাপতি জানতে পারেন যে তাঁর এই অতিথি আসলে তাঁর পিতার হত্যাকারী। এই সত্য জানার পর আরব সেনাপতি সঙ্গে সঙ্গে সেখান থেকে চলে যান এবং খবর পাঠান যে তিনি অসুস্থ। তাই একসঙ্গে আহারাদি করতে পারবেন না এবং সকালে তিনি যাতে নির্বিঘ্নে নিজের শিবিরে ফিরতে পারেন তার ব্যবস্থা করবেন। পরদিন সকালে মুর সেনাপতি আহারাদি করে তাঁবুর বাইরে এসে দেখলেন আরব সেনাপতি একটি ঘোড়ার জিন ধরে দাঁড়িয়ে আছেন। এর পর আরব সেনাপতি তাঁকে ঘোড়ার পিঠে চাপিয়ে, সমস্ত ঘটনা খুলে বললেন। তিনি বললেন, এই বিপক্ষ শিবিরে তিনিই তাঁর চরমতম বিপক্ষ। কিন্তু অতিথির অনিষ্টচিন্তা আরবজাতির স্বভাববিরুদ্ধ। তাই নিজের পিতৃহত্যার প্রতিশোধ নেওয়া এতক্ষণ তাঁর পক্ষে সম্ভব ছিলো না। এখন মুরসেনাপতি আরব শিবির থেকে বেরিয়ে যাওয়ার পর তাঁর অতিথিভাব দূর হবে এবং আরব সেনাপতি তাঁকে বধ করার উদ্দেশ্যে ধাওয়া করবেন। 

এই ঘটনা থেকেই বোঝা যায় আতিথেয়তা বিষয়ে আরবদের তুল্য জাতি পৃথিবীতে নেই।

Comments

Popular Posts