আনন্দে আতঙ্কে মিশি ক্রন্দনে উল্লাসে

আনন্দে আতঙ্কে মিশি - অর্থ, ব্যাখ্যা

আনন্দে আতঙ্কে মিশি, ক্রন্দনে উল্লাসে গরজিয়া

          মত্ত হাহারবে 

ঝঞ্ঝার মঞ্জীর বাঁধি উন্মাদিনী কালবৈশাখীর

          নৃত্য হোক তবে।

ছন্দে ছন্দে পদে পদে অঞ্চলের আবর্ত-আঘাতে

          উড়ে হোক ক্ষয়

ধূলিসম তৃণসম পুরাতন বত্‍‌সরের যত

          নিষ্ফল সঞ্চয়।

আনন্দে ও আতঙ্কে মিশে, কান্না ও উল্লাসে গর্জন করে, মত্ত হাহা রবে, ঝঞ্ঝার নূপুর পায়ে বেঁধে উন্মাদিনী কালবৈশাখীর নৃত্য হোক তবে। পুরাতন বৎসরের যত নিষ্ফল সঞ্চয়, সব কালবৈশাখীর নৃত্যের ছন্দে ছন্দে পদে পদে আঁচলের আবর্ত আঘাতে উড়ে ক্ষয় হয়ে যাক।

এই কবিতার ভুল পাঠ ছড়িয়ে আছে ইন্টারনেটে

"আনন্দে আতঙ্কে নিশি নন্দনে উল্লাসে গরজিয়া

মত্ত হাহা রবে

ঝার সঞ্জীব বাধ উন্মাদিনী কালবৈশাখীর

নৃত্য হোক তবে ।"

এ রকম মারাত্মক ভুল পাঠ পাওয়া যাচ্ছে বহু জায়গায়। প্রকৃত পাঠটি উপরে দেওয়া হয়েছে। এটি রবীন্দ্রনাথ ঠাকুরের বর্ষশেষ কবিতার অংশ।



Comments

Popular Posts